আটক মো. রবিন

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৯ এপ্রিল) র‌্যাব-২ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যানের প্রত্যাশা ট্রেডার্সের সামনে থেকে তাকে আটক করে। তার নাম মো. রবিন (২১)। এসময় তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব বলছে, আটক রবিন রাজধানীর মোহাম্মদপুর এলাকার গাঙচিল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড লম্বু মোশারফের ঘনিষ্ঠ সহচর।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, রবিন ও তার সহযোগীরা রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় চুরি-ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, অপহরণ, চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। 

তিনি জানান, রবিন ও তার সহযোগীরা দিনে ভূমি দখল ও ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত। আর সন্ধ্যার পর তারা মাদক কারবার, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করত।

রবিনের বিরুদ্ধে ধর্ষণ মামলাসহ মোহাম্মদপুর ও নিউ মার্কেট থানায় বিভিন্ন ধারায় ছয়টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেইউ/আরএইচ/জেএস