ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) অপারেশনস পদে নিয়োগ পেয়েছেন কিউ এম শফিকুল ইসলাম।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ বিভাগ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের পরিচালনা পর্ষদ কর্তৃক গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত নিয়োগ কমিটির সভার সুপারিশের আলোকে নির্বাহী পরিচালক কারিগরি অপারেশনস পদে কিউ এম শফিকুল ইসলামকে ডিপিডিসির চাকরি বিধি মোতাবেক প্রাথমিকভাবে যোগদানের তারিখ হতে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের পরামর্শ প্রদান করা হলো।

ওএফএ/এমজে