চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান ও বিএনপি নেতা লেয়াকত আলীকে (৫৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকার নয়াপল্টন এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লেয়াকত আলীকে গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা, দস্যুতা, ভয়ভীতি, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ নানা অপরাধে ২১টিরও বেশি মামলা রয়েছে। কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। লেয়াকত দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি এস এস পাওয়ার প্ল্যান্টে ড্রেজিংয়ের জন্য নিয়োজিত ঠিকাদারের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়ায় লেয়াকত আলীর অনুসারীরা। একপর্যায়ে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।

এসময় চার পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় লেয়াকত ও তার অনুসারীদের বিরুদ্ধে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং পুলিশ মামলা করে। 

এ মামলায় ৯ ফেব্রুয়ারি ভোরে চট্টগ্রামের সুগন্ধা আবাসিক এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। ১৩ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ‍তিনি মুক্তি পান।

ভূমি ও জলদস্যু বাহিনীর সঙ্গে সম্পৃক্ততা এবং বিভিন্ন পাহাড়ি সন্ত্রাসীসহ দেশি-বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত বছরের মার্চে লেয়াকতকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 

এমআর/এমএ