মালয়েশিয়াফেরত কর্মীর মৃত্যু : প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তা
মালয়েশিয়ায় ক্লিনার ভিসায় কর্মরত দিনাজপুরের বিপুল চন্দ্র রায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
বিপুল চন্দ্র রায় দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বড়বাউল ইউনিয়নের মহাদানী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম অতুল চন্দ্র রায়।
বিজ্ঞাপন
জানা যায়, শারীরিকভাবে অসুস্থ বিপুল চন্দ্র রায় টিজি ৪১৮ ও ৩৩৯ প্লেনযোগে কুয়ালালামপুর থেকে ব্যাংকক হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন। ঢাকায় বিমানবন্দরে আগমন এলাকায় পৌঁছে তিনি অসুস্থ বোধ করেন। দ্রুততম সময়ে তাকে বাড়িতে নিয়ে চিকিৎসার জন্য তার ভাই মানিক নভোএয়ারে সৈয়দপুরের টিকিট সংগ্রহ করেন। ইমিগ্রেশন সম্পন্ন করে ডমেস্টিক টার্মিনালে পৌঁছলে তার শরীরের অবস্থা বেশি খারাপ হয় এবং রক্তবমি শুরু হয়। এসময় নভোএয়ারের ট্রলিযোগে তৎক্ষণাৎ তাকে স্বাস্থ্য বিভাগে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করে জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি এরইমধ্যে মারা গেছন।
এ সময় প্রবাসী কল্যাণ ডেস্ক, এপিবিএন, এনএসআই, ডিজিএফআই, সিভিল অ্যাভিয়েশন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ অন্যান্য সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রবাসী কল্যাণ ডেস্কের শিফট ইন-চার্জ কে বি হেলাল ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত ঘোষকে বিষয়টি অবহিত করলে তিনি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমানকে অবহিত করেন। মহাপরিচালক মো. হামিদুর রহমানের মৌখিক নির্দেশনায় মৃতের পরিবারকে মরদেহ পরিবহন ও শেষক্রিয়া সম্পাদনের জন্য ৩৫০০০ টাকার চেক প্রদান করেন কেবি হেলাল। এছাড়া প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় অ্যাম্বুলেন্সযোগে দিনাজপুর পাঠানোর সার্বিক ব্যবস্থা করা হয়।
এআর/জেডএস