অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বই ‘বিচার ও প্রশাসন, ভেতর থেকে দেখা’। বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশের পাঠক সমাবেশের প্যাভিলিয়নে (২ নম্বর প্যাভিলিয়ন)।

পাঠক সমাবেশ থেকে প্রকাশিত ‘বিচার ও প্রশাসন, ভেতর থেকে দেখা’ বইটির প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল। ৩৭৮ পৃষ্ঠার এই বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৯৫ টাকা।

বইয়ের বিষয়বস্তু  

গত শুক্রবার সন্ধ্যায় বইটির প্রকাশনা উৎসবে সিইসি কাজী হাবিবুল আউয়াল নিজেই বইটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, বাবার ইচ্ছা ছিল আমি উকিল হব, কিন্তু ব্যর্থ হয়েছি। এরপর ব্যবসা করতে গিয়েও ব্যর্থ হলাম। এরপর চাকরিতে ঢুকে গেলাম। সেই কর্মজীবনের নানা অভিজ্ঞতা আমার এই বইয়ের প্রতিপাদ্য বিষয়। বইটিকে কিছু বিনোদন, কিছু কষ্ট, কিছু সাহিত্যের উপাদান আছে। জনপ্রশাসনে আমরা কীভাবে কাজ করি কিংবা ইচ্ছা করলে ভালো কাজ করতে পারি সে বিষয়গুলো এই বইতে বিশদভাবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, কাজী হাবিবুল আউয়াল ১৯৮১ সালে বিচার কর্মবিভাগে মুন্সেফ (সহকারী জজ) পদে যোগদান করে জেলা ও দায়রা জজসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

পরে আইন কমিশনের সচিব ও শ্রম আদালতের চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেছেন। আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয় এবং ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ও সিনিয়র সচিব পদে দায়িত্ব পালন শেষে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর কাজী হাবিবুল আউয়াল একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আইন উপদেষ্টা পদে কাজ করে আসছিলেন। সালিশ ও আন্তর্জাতিক পরামর্শক হিসেবেও তিনি কাজ করেছেন। সবশেষ ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে তিনি প্রধান নির্বাচন কমিশনারের পদে দায়িত্ব পালন করছেন।

আরএইচটি/এসকেডি