নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত, সরকার উৎখাতের আন্দোলন, রাজনৈতিক সংশ্লিষ্টতা ও চাঁদাবাজির অভিযোগ ঘাড়ে নিয়ে বদলি হলেন আলোচিত চিকিৎসক ডা. বেলায়েত হোসেন ঢালী।

তিনি নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব।

তাকে রাঙামাটি মেডিকেল কলেজ থেকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ বদলি করা হয়। 

গত ১১ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে রাঙামাটি মেডিকেল কলেজ থেকে বদলি করে ৭ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়। অন্যথায় ৮ম কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হওয়ার কথাও উল্লেখ করা হয় ওই প্রজ্ঞাপনে।

এদিকে চট্টগ্রামের বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) দপ্তর থেকে গত ২৮ জানুয়ারি ইস্যু করা এক চিঠিতে ওই চিকিৎসকের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে অনুপস্থিতি, রাজনৈতিক দলের ছায়ায় থেকে সরকার উৎখাতের আন্দোলন ও রাজনৈতিক দলের সহযোগী সংগঠনের সদস্য সচিব পদ নিয়ে চাঁদাবাজির অভিযোগ আনা হয়।  

একইসঙ্গে ওই অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য রাঙামাটি মেডিকেল কলেজ অধ্যক্ষকে নির্দেশনা দেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মহিউদ্দিন।

এ বিষয়ে জানতে চাইলে ডা. বেলায়েত হোসেন ঢালী বলেন, ‘রাঙামাটি কলেজে আমার চাকরির মেয়াদ চার বছর হয়েছে। এ কারণে আমাকে বদলি করা হয়েছে বলে জানি। অন্য অভিযোগগুলো সত্য নয়।’

এমআর/এসকেডি