গাজীপুরে বয়লার বিস্ফোরণে চীনা নাগরিক দগ্ধ
গাজীপুরের ধীরাশ্রম এলাকার ইন্টেলিজেন্ট কার্ড লি. কোম্পানিতে বয়লার মেশিন স্থাপন করার সময় বিস্ফোরণে লু ইয়াং (৪২) নামে এক চীনা নাগরিক দগ্ধ হয়েছেন।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে বিকেল ৪টার দিকে দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।
তিনি বলেন, আজ বিকেল ৪টার দিকে ৫০ শতাংশ দগ্ধ অবস্থায় ওই চীনা নাগরিককে আমাদের জরুরি বিভাগে আনা হয়। জরুরি বিভাগ থেকে তার ড্রেসিং সম্পন্ন হলে তাকে ভর্তি দেওয়া হবে। তার অবস্থা আশঙ্কাজনক।
বিজ্ঞাপন
এসএএ/এসকেডি