নিম্নআয়ের মানুষ পেলেন উপজেলা প্রশাসনের ‘ভালোবাসার থলে’
উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরের সামনে রাখা খাবারের থলে নিয়ে যাচ্ছেন নিম্নআয়ের মানুষরা
সরকারের কঠোর বিধিনিষেধের কারণে কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। বেকার ও নিম্নআয়ের এসব মানুষের পাশে ‘ভালোবাসার থলে’ নিয়ে দাঁড়িয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন ঢাকা পোস্টকে বলেন, ৫০ জন নিম্নআয়ের মানুষকে ভালোবাসার থলে উপহার দেওয়া হয়েছে। এতে চাল, ছোলা, চিনি, চিড়া, পেঁয়াজ, তেল, ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে। সব মিলিয়ে প্রায় ২০ কেজি পণ্য আছে ভালোবাসার থলেতে। যারা উপহার পেয়েছেন সবাই দৈনিক আয়ের মানুষ। সরকারের কঠোর বিধিনিষেধে কর্মহীন হয়ে পড়েছেন তাদের অনেকে। তাই তাদের সুরক্ষার জন্য উপজেলা প্রশাসনের এই উপহার তুলে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, বৃহস্পতিবার (২২ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরের সামনে এসব ভালোবাসার থলে রাখা ছিল, নিম্নআয়ের মানুষ এসে ১টি করে সংগ্রহ করেছেন।
কেএম/এফআর/জেএস
বিজ্ঞাপন