দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী। এ নদীতে মা মাছ রক্ষায় অভিযান পরিচালনা করে পাঁচ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ইফতারের পর থেকে রাত ১০টা পর্যন্ত হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ইউএনও রুহুল আমিন ঢাকা পোস্টকে বলেন, চলতি এপ্রিল মাস থেকেই হালদায় মা মাছের ডিম ছাড়ার মৌসুম শুরু হয়েছে। মা মাছ শিকারের জন্য চোরা শিকারিরা ইফতার ও সেহরির সময়ে তৎপর। তাদের ভাবনা ছিল এ সময়ে প্রশাসন অভিযান পরিচালনা করবে না।

তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) হালদা নদীর সাত্তারঘাট থেকে উত্তর মেখলসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মেখল ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সদস্য আব্দুল কাইউম, আইডিএফ সদস্য ও আনসার সদস্যরা অভিযানে সহায়তা করেন।

কেএম/এসএসএইচ