গুদামের কোটি টাকার চাল লুটপাট, মামলার আসামি খাদ্য পরিদর্শক
ময়মনসিংহ জেলার মুক্তাগাছার খাদ্য গুদাম থেকে ১ কোটি ৭১ লাখ ৯২ হাজার ৩৮২ টাকার চাল ও খালি বস্তা আত্মসাতের অভিযোগে খাদ্য পরিদর্শক শাকিল আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৬ মার্চ) দুদকের উপসহকারী পরিচালক আনিসুর রহমান বাদী হয়ে কমিশনের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
বিজ্ঞাপন
আসামি বর্তমানে জামালপুর জেলার সানন্দবাড়ী টিপিসি দেওয়ানগঞ্জের খাদ্য পরিদর্শক পদে কর্মরত আছেন। তার বিরুদ্ধে ৪০৯/৪২০ ধারা তৎসহ ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি শাকিল আহমেদ ২০২১ সালের ৯ মার্চ থেকে ২০২৩ সালের ১৭ অক্টোবর পর্যন্ত খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মুক্তাগাছা খাদ্য গুদাম কর্মরত ছিলেন। ২০২৩ সালে ১০ অক্টোবর আসামিকে জামালপুর জেলার সানন্দবাড়ী টিপিসি দেওয়ানগঞ্জে খাদ্য পরিদর্শক পদে বদলি করা হলেও তিনি সেখানে যাননি।
মুক্তাগাছায় দায়িত্বে থাকা অবস্থায় অভিনব কৌশলে গুদামের মজুদ রেকর্ডপত্র হতে ৩২৮.৯৮০ মে. টন সিদ্ধ চাল (মূল্য ১ কোটি ৭০ লাখ ৭২ হাজার ২৮২ টাকা) বেহাত করা হয়। এছাড়া ৫০ কেজি ধারণক্ষম ৩৮০টি খালি বস্তা, ৩০ কেজি ধারণক্ষম ১ হাজার ৪৯৫টি খালি বস্তা পাওয়া যায়নি। এতে ১ কোটি ৭১ লাখ ৯২ হাজার ৩৮২ টাকা আত্মসাৎ হয়েছে বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে।
আরএম/পিএইচ