পেট্রোবাংলায় ভবিষ্যতে গ্যাসকূপ অনুসন্ধানের জন্য ২০০০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ড্রিলড কূপের বিনিয়োগ এবং তার প্রাপ্যতা শীর্ষক কারিগরি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মার্চ) পেট্রোবাংলা ভবনের বোর্ড রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

দেশে ২০০০ হতে ২০২৩ সাল পর্যন্ত খননকৃত অনুসন্ধান ও উন্নয়ন কূপসমূহের ব্যয় এবং আয়ের পরিমাণ মূল্যায়নপূর্বক পেট্রোবাংলার টিম কর্তৃক শনাক্ত করা ২০২৫-২০২৮ সময়ে খননতব্য ড্রিলেবল প্রসপেক্টস এবং ওয়ার্কওভার কার্যক্রম পরিচালনার নিমিত্ত পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে আয়োজিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পেট্রোবাংলার রিজার্ভায়ার অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মেহেরুল হাসান।

সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পেট্রোবাংলার পরিচালকবৃন্দ, পেট্রোবাংলা ও আওতাধীন কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ও পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। 

ওএফএ/এসকেডি