দুস্থ মানুষদের হাতে খাবার তুলে দিচ্ছেন বিদিশা সিদ্দিক

করোনাকালে অসহায়, গরিব ও দুস্থদের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিদিশা সিদ্দিক। তারই গড়া বিদিশা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম রমজান থেকে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক-ফুটপাতে ভাসমান মানুষের মাঝে ইফতার ও শাড়ি বিতরণ করা হচ্ছে। পুরো রমজান মাসজুড়ে ফাউন্ডেশনের এই কার্যক্রম চলমান থাকবে।

জানা গেছে, গত বছর করোনার শুরুতে বিদিশা ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণের ১০০ দিনের কর্মসূচি পালন করা হয়। এবারও প্রথম রমজান থেকে প্রতিদিন ৩০০ মানুষকে রান্না করা ইফতার বিতরণ করা হয়। একইসঙ্গে দুই শতাধিক মানুষকে শাড়ি দেওয়া হয়। বিদিশা সিদ্দিক নিজেই উপস্থিত থেকে ইফতার ও শাড়ি বিতরণ করেন।

এই প্রসঙ্গে বিদিশা সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, আমার সমর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। গত বছর করোনার শুরু থেকেই আমরা রান্না করা খাবার বিতরণ কর্মসূচি শুরু করি। এই কর্মসূচি ১০০ দিন পালন করা হয়েছে। আর এবার প্রথম রমজান থেকে ইফতার এবং শাড়ি মিলিয়ে প্রতিদিন পাঁচ শতাধিক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পুরো রমজান মাসজুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে। রমজানের পর করোনার এ পুরো সময় আমাদের কর্মসূচি চালিয়ে যাওয়াও ইচ্ছা আছে।

তিনি আরও বলেন, আমরা প্রত্যেকদিন রাজধানীর ভিন্ন-ভিন্ন এলাকায় যাচ্ছি। এভাবে পুরো রাজধানীর বিভিন্ন এলাকায় যাচ্ছি। এছাড়া ঢাকার আশপাশের এলাকায়ও আমাদের এই কার্যক্রম চলছে। আমি নিজে উপস্থিত থেকে কার্যক্রমের চালিয়ে যাচ্ছি।

এএইচআর/এফআর