রাজধানীর হাতিরঝিল, বাংলামোটর, বনশ্রী, রামপুর, বাড্ডা, মালিবাগ, মৌচাক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পুরান ঢাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে।  

মঙ্গলবার দুপুরের পর এই বৃষ্টি হয়। তবে ঢাকাতে কত মিলিমিটার বৃষ্টি হয়েছে তাৎক্ষণিকভাবে সে তথ্য জানাতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, এখন পর্যন্ত টাঙ্গাইলে শুধু ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আজকে টাঙ্গাইলে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকার অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। কিন্তু আগারগাঁওয়ের আবহাওয়া অফিসে বৃষ্টি না হলে রেকর্ড করা সম্ভব হবে না। 

আবহাওয়া অফিসের পূর্বাভাবে বলা হয়েছিল, মঙ্গলবার খুলনা বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, রাঙ্গামাটি ও নীলফামারী জেলাসহ সীতাকুন্ড অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

এসআর/এনএফ