ভেজাল ট্যাং, মেয়াদোত্তীর্ণ সফট ড্রিংস বিক্রির অভিযোগে রাজধানীর মাতুয়াইলে অভিযান পরিচালনা করছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৫ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে র‌্যাব-১০ এর সহযোগীতায় শাওন কনজ্যুমার ফুড প্রোডাক্ট লিমিটেডে অভিযান শুরু হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি বলেন, মাতুয়াইলের খান বাড়ি চৌরাস্তা, পূর্ব গোবিন্দপুরে শাওন কনজ্যুমার ফুড প্রোডাক্ট লি. অবস্থিত। এখানে লোকচক্ষুর আড়ালে ভেজাল ট্যাং তৈরি ও মেয়াদোত্তীর্ণ সফট ড্রিংক বিক্রি করা হচ্ছে। কমপক্ষে একশর বেশি লিক্যুইড খাদ্যপণ্য তৈরি করে প্রতিষ্ঠানটি। কিন্তু নেই কোনো লাইসেন্স। আবার অবৈধভাবে খাদ্যপণ্য তৈরির জন্য অবৈধভাবে আমদানি করা হয়েছে কাঁচামাল। সেই কাঁচামাল লোকচক্ষুর আড়ালে রাখতে মজুদ করা হয়েছে টয়লেটে। 

এর আগেও প্রতিষ্ঠানটিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে, কিন্তু ফের একই ভেজাল ব্যবসায় নেমেছে প্রতিষ্ঠানটি। অভিযান চলছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

জেইউ/জেডএস