স্বাধীনতা দিবসে ইউএস-বাংলার ফ্রি মেডিকেল ক্যাম্প
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবার আয়োজন করা হয়। হাসপাতাল চত্বর ছাড়াও নারায়ণগঞ্জ এবং নরসিংদীর বিভিন্ন উপজেলায় শতশত রোগীকে এই মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।
হাসপাতালে আসা সব রোগীর জন্য ডাক্তারের ভিজিটে ৫০ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হয়।
বিজ্ঞাপন
এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল জানায়, সোনারগাঁ উপজেলার ‘৩১ নং লাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ চত্বরে ফ্রি চিকিৎসা সেবা দেন দন্তরোগ বিশেষজ্ঞ ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জন লে. কর্নেল ডা. মো. এমদাদুল হক (অব.)।
রূপগঞ্জ উপজেলার ‘মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ’ চত্বরে ফ্রি চিকিৎসা সেবা দেন চক্ষু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. তেহনিয়াত মাহদিয়া।
বিজ্ঞাপন
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙা বাজারে অবস্থিত ‘ডাঙা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদ্রাসা’ চত্বরে ফ্রি চিকিৎসা সেবা দেন মেডিসিন বিভাগের ডাক্তার মো. ওমর ফারুক ভূইয়া এবং শিশুরোগ বিভাগের ডাক্তার মো. ইয়াসিন আরাফাত।
এআর/জেডএস