বছরের সর্বোচ্চ তাপমাত্রা আজ, অতিষ্ঠ জনজীবন
গরমে অতিষ্ঠ জীবন/ ছবি : সুমন শেখ
জোহরের নামাজ আদায় করে পরনে থাকা পাঞ্জাবি খুলে ফেললেন আনারস বিক্রেতা মো. নুর ইসলাম। প্রকৃতির কাছে একটু ঠান্ডা বাতাসের আর্জি তার। কিন্তু প্রকৃতির আজ রুদ্ররূপ।
রোববার (২৫ এপ্রিল) রাজধানীর উত্তরা এলাকার ৫ নম্বর সেক্টরের সড়কে দুপুরের দিকে কথা হয় নুর ইসলামের সঙ্গে। ঢাকা পোস্টকে তিনি বলেন, খুব গরম পড়ছে; চলাফেরা ও কাজকর্ম করা খুবই কঠিন হয়ে পড়েছে। ছায়ায় দাঁড়িয়েও শরীর থেকে ঘাম বের হচ্ছে। আজকের গরমটা অন্যান্য দিনের চেয়ে বেশি।
বিজ্ঞাপন
নুর ইসলামের কথার সূত্র ধরে আবহাওয়া অফিসে খোঁজ নিয়ে জানা গেল, শুধু ঢাকা নয়, দেশের প্রায় সবখানেই রোদের তীব্রতা বেড়েছে। ঢাকায় একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
আবহাওয়া অফিসের তাপমাত্রার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আজ চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যশোরে আজ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটি এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।
বিজ্ঞাপন
সড়কের পাশে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বসে আছেন চালক আব্দুল মান্নান। তিনি বলেন, নিচ থেকে আসছে সড়কের তাপ। আর উপর থেকে আসছে সূর্যের তাপ। দুইয়ে মিলে জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এত গরম শেষ কবে পেয়েছিলাম, তা মনে করতে পারছি না। এমন গরম হলে সড়কে টেকাই মুশকিল হয়ে পড়বে।
শুধু আনারস বিক্রেতা নুর ইসলাম বা আব্দুল মান্নানই নন, পুরো রাজধানীবাসীই এরকম গরম অনুভব করছেন আজ। রাজধানীর উত্তরা, বিমানবন্দর, মহাখালীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল গরমে অতিষ্ঠ হয়ে মানুষ শীতল বাতাস আর ছায়া খুঁজে বেড়াচ্ছেন। সড়কে একটু দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে পড়েছে। সড়কের তাপ সরাসরি মুখে লেগে শরীরে গরম বাতাস প্রবেশ করছে।
আবহাওয়া অফিস জানায়, গতকাল ঢাকায় সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ তা বেড়ে দুপুরে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনায় ৪০ দশমিক ৯, বরিশালে ৪০ দশমিক ৮, চট্টগ্রামে ৩৬ দশমিক ৬, সিলেটে ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে দেখা যাচ্ছে, রোববার দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। শ্রীমঙ্গল অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে। যার এলাকা আরও বিস্তৃত হতে পারে।
গত ২০ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এর আগে ২০১৯ সালে রাজশাহীতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
একে/আরএইচ/জেএস