চট্টগ্রামের হালিশহরের এক্সেস রোড এলাকা থেকে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি জব্দ করা হয়।

সোমবার (১ এপ্রিল) হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মো. শুভ (১৭) ও মো. মাহি (১৭) হালিশহর থানা এলাকার বাসিন্দা  এবং মো. নয়ন (১৬) ডবলমুরিং থানা এলাকার বাসিন্দা।

ওসি কায়সার হামিদ বলেন, আলমগীর মিয়া নামে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশাটি কিশোর গ্যাং সদস্যরা ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে। এসময় তাকে ধারালো ছুরি দিয়ে জখম করে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আরএমএন/এমজে