আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রচেষ্টা/ ছবি- ঢাকা পোস্ট

রাজধানীর পুরান ঢাকার বংশাল নতুন রাস্তার আতা মসজিদের পঞ্চম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (২৫ এপ্রিল) রাত দশটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস মিডিয়া জানায়,  রোববার (২৫ এপ্রিল) রাত ১০টা ২ মিনিটে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম আগুনের সংবাদ পেয়ে সেখানে যায় এবং নেভানোর কাজ শুরু করে। 

ফায়ার সার্ভিস সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান ঢাকা পোস্টকে জানান, আগুন ১০টা ৩০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস চারপাশ থেকে আগুন নেভানোর কাজ করেছে। আগুন পাঁচতলার বাইরে ছড়িয়ে পড়েনি।  

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রচেষ্টা/ ছবি- ঢাকা পোস্ট

ফায়ার সার্ভিস জানায়, তারাবির নামাজ শেষে মুসল্লিরা বের হওয়ার পর আগুন লেগেছে। ভেতরে লোকজন আটকে পড়ার আশঙ্কা নেই। তবে আগুন পুরোপুরি নেভানোর পর ফায়ার সার্ভিস ভেতরে ঢুকে আগুনের সূত্র বের করবে। এখন পর্যন্ত কোনো হতাহত নেই।

এআর/আরএইচ