উত্তরায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ
ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসায় স্বামীর ওপর অভিমান করে হুমাইয়া (২৭) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
হুমাইয়া উত্তরা পশ্চিম থানার বাসা নং -৬ রোড ১২ সেক্টর - ১২ এর মাহবুব আলমের মেয়ে।
মৃত হুমাইয়ার স্বামী আশরাফ বলেন, আজ বিকেলের দিকে আমাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর ইফতারের কিছুক্ষণ আগে আমাদের কাউকে কিছু না বলে সে ঘরে গিয়ে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক জানান আমার স্ত্রী আর বেঁচে নেই।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এসকেডি