রাজধানীর বিমানবন্দরে রেললাইনের পাশ থেকে আহাদ (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের বলাকা ভবনে বিপরীত পাশের রেললাইন থেকে বিবস্ত্র অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো মাহবুব হোসাইন ঢাকা পোস্টকে বলেন, গতকাল (রোববার) আমরা খবর পাই একটি শিশুর মরদেহ রেললাইনের পাশে পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে বিবস্ত্র অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করি। তার মাথা ও কপালে ইট বা পাথর দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যৌন নির্যাতনের জন্য ওই শিশুকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় আমরা একজনকে গ্রেফতার করেছি। এছাড়া নিহত শিশুর বিস্তারিত পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।

এসএএ/এসকেডি