সরকার ঘোষিত চলমান বিধিনিষেধের মধ্যে বেশ কিছুদিন বন্ধ থাকার পর হাতিরঝিলে যাত্রীবাহী ওয়াটার ট্যাক্সি চলাচল শুরু হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) গুদারাঘাটে গিয়ে দেখা যায়, কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করছে যাত্রীরা। এ ঘাট থেকে এফডিসি এবং রামপুরা ঘাটে যাওয়া যাচ্ছে সহজে। আবার অন্যান্য ঘাট থেকেও যাত্রীবাহী ওয়াটার ট্যাক্সি এসে গুদারাঘাটে যাত্রী নামাচ্ছেন। তবে অন্যান্য সময়ের চেয়ে ওয়াটার ট্যাক্সিতে তুলনামূলক কম সংখ্যক যাত্রীদের তুলতে দেকা গেছে।

গুদারাঘাটে দায়িত্বরত কাউন্টার ম্যানেজার আশিক আহমেদ জানান, রোববার (২৫ এপ্রিল) থেকে ওয়াটার ট্যাক্সি চলাচল শুরু হয়েছে, যাত্রীদের চলাচলের চাহিদার বিষয়টি মাথায় রেখেই সার্ভিসটি চালু করা হয়েছে। 

গুদারাঘাটে এসে এফডিসি ঘাটের টিকিট কেটে ওয়াটার ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন ফরিদুর রহমান নামে একজন যাত্রী। 

তিনি বলেন, আমি জানতাম না ওয়াটার ট্যাক্সি চালু হয়েছে। লেকপাড়ে দাঁড়িয়ে কারওয়ান বাজারের যাওয়ার জন্য সিএনজি অটোরিকশা ঠিক করার সময় দূর থেকে দেখলাম ওয়াটার ট্যাক্সি চলতে। তাই সিএনজিতে আর না গিয়ে এ ঘাটে এসে টিকিট কাটলাম। ওয়াটার ট্যাক্সি চালু হওয়ায় আমাদের মতো সাধারণ যাত্রীদের খুব উপকার হয়েছে। লকডাউনের মধ্যে সিএনজি অটোরিকশায় যেতে যেখানে ১৫০ থেকে ১৮০ টাকা ভাড়া লাগতো, সেখানে ওয়াটার ট্যাক্সিতে আজ মাত্র ৩০ টাকায় যেতে পারছি।

আরেক যাত্রী তন্ময় আহমেদ বলেন, লকডাউন চলাকালীনও অনেক প্রতিষ্ঠান খোলা আছে, সাধারণ মানুষকেও বিভিন্ন জরুরি কাজে বের হতে হচ্ছে। কিন্তু সব ধরনের গণপরিবহন বন্ধ আছে, এতে কাজে বের হওয়া মানুষদের অতিরিক্ত ভাড়ার দিয়ে সিএনজি যোগে কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে হচ্ছে। এ অবস্থায় আজ এসে যখন দেখলাম হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি চলছে তখন অন্যান্য সাধারণ যাত্রীর মতো আমিও খুব খুশি হয়েছি। আমরা মতো যাত্রীরা এ কারণে উপকৃত হয়েছি।

গুলশান সংলগ্ন গুদারঘাটে দেখে গেছে, হাতিরঝিলে যাত্রী নিয়ে ওয়াটার ট্যাক্সি গুদারাঘাট থেকে রামপুরা, এফডিসি ঘাটে ছেড়ে যাচ্ছে। তবে অন্য স্বাভাবিক দিনেগুলোর তুলনায় আজ যাত্রীর সংখ্যা কম। বেশ কয়টি ওয়াটার ট্যাক্সিতে দেখা গেছে ৩০ থেকে ৩৫ টি আসন থাকলেও সর্বোচ্চ ৭/৮ জন করে যাত্রী পরিবহন করা হচ্ছে। একেবারেই যাত্রী চাপ নেই ওয়াটার ট্যাক্সিগুলোতে।

হাতিরঝিলে ওয়ারটার ট্যাক্সি সার্ভিসটি চালু হওয়ার পর থেকে গুদারঘাট-রামপুরা ব্রিজ-এফডিসি-এবং পুলিশ প্লাজায় ঘাটের মধ্যে চলাচল করে আসছে। হাতিরঝিলে মোট ১৫টি ওয়াটার ট্যাক্সি চলাচল করলেও বর্তমানে ১০টি চলাচল করছে। সেখানে রামপুরা ব্রিজ সংলগ্ন ঘাট থেকে গুলশান-১ নম্বর গুদারাঘাট পর্যন্ত ২৫ টাকা, এফডিসি মোড় সংলগ্ন ঘাট পর্যন্ত ৩০ টাকা, পুলিশ প্লাজা পর্যন্ত ১৫ টাকা ভাড়া নির্ধারিত রয়েছে। অন্যদিকে গুদারাঘাট থেকে এফডিসি পর্যন্ত ৩০ টাকা, রামপুরা পর্যন্ত ২৫ টাকা ভাড়ায় যাত্রীরা যাতায়াত করতে পারেন।

এএসএস/এসএম