বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রবর্তন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিবের নামে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদক প্রবর্তন করেছে সরকার।
সোমবার (২৬ এপ্রিল) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশে নারীদের জন্য 'ক' শ্রেণিভুক্ত সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক হিসেবে এ বছর থেকে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া, সমাজসেবা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, গবেষণা এবং কৃষি ও পল্লী উন্নয়নের ক্ষেত্রে এ পদক প্রদান করা হবে।
বিজ্ঞাপন
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আলমগীর হোসেন জানান, পদক প্রাপ্তির ক্ষেত্র উল্লেখপূর্বক আগামী ৩১ মের মধ্যে নির্ধারিত ছকে সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বরাবর আবেদন করতে হবে।
উল্লেখ্য, ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শেখ ফজিলাতুন নেছা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যদের সঙ্গে বঙ্গমাতাকেও হত্যা করা হয়।
বিজ্ঞাপন
এসএইচআর/এসকেডি