নারী-শিশুসহ নিহত ৫
সদরঘাটে নিহতদের দাফনে ২৫ হাজার টাকা দিল বিআইডব্লিউটিএ
রাজধানীর সদরঘাটে পন্টুনে বেঁধে রাখা লঞ্চে আরেক লঞ্চের ধাক্কায় রশি ছিঁড়ে এর আঘাতে নারী-শিশুসহ পাঁচজন যাত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতি মৃতব্যক্তির দাফন বাবদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জাহাঙ্গীর আলম খান বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, এমভি ফারহান-৬ ও এমভি তাসরীফ-৪ লঞ্চ দুটির রুট পারমিট ও সময়সূচি স্থগিত করা হয়েছে। বিআইডব্লিউটি-এর পক্ষ হতে প্রত্যেক মৃত ব্যক্তির নমিনির কাছে দাফন কাফন বাবদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বিআইডব্লিউটিএ-এর পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) মো. রফিকুল ইসলামকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মো. আজগর আলী এবং বন্দর শাখার যুগ্ম পরিচালক মো. কবীর হোসেনকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের কাছে প্রতিবেদন পেশ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
/এমএইচএন/এমএসএ