ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিয়ন্ত্রণে সচেতনতামূলক বিশেষ অভিযানের জন্য ওয়ার্ডভিত্তিক মনিটরিং সহায়তা টিম গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (১৯ এপ্রিল) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে এই নির্দেশনা দিয়েছেন।

সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২য় পরিষদের ২৬তম কর্পোরেশন সভার সিদ্ধান্ত মোতাবেক মশক নিধনে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি মাসে র‍্যালি করতে হবে।

তিনি আরও বলেন, ওয়ার্ডভিত্তিক মনিটরিং সহায়তা টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। র‍্যালি করার জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রতিটি সাধারণ ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের অনুকূলে ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এএসএস/এমজে