কক্সবাজারের ইয়াবা পাচার হয় যশোরে, গ্রেফতার ২
উদ্ধার হওয়া ইয়াবা
রাজধানীর শনির আখড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীনা রাণী দাস ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করছেন।
তিনি জানান, মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা মোটরসাইকেলে কক্সবাজার থেকে আনা ইয়াবার চালান বিক্রয়ের জন্য মাওয়া ফেরিঘাট হয়ে যশোরের উদ্দেশে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক দল সোমবার (২৬ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ীর মেঘনা টাওয়ারের বিপরীত পাশে শনির আখড়ার শনি মন্দিরের সামনে চেকপোস্ট বসিয়ে দুই মাদক ব্যবসায়ীকে নয় হাজার ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
বিজ্ঞাপন
গ্রেফতাররা হলেন- মো. সবুজ শেখ (২৭) ও মো. ইসমাইল হোসেন (২৯)। তাদের দুজনের বাড়িই যশোর। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত হওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন
জেইউ/এমএইচএস