ডা. এফ এ আর শোকরানা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের চিকিৎসক এফ এ আর শোকরানা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৭ এপ্রিল) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী।

ডা. শোকরানা চট্টগ্রাম মেডিকেল কলেজের অষ্টম ব্যাচের ছাত্র ছিলেন। এছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি।

জানা গেছে, গত ১৬ এপ্রিল নমুনা পরীক্ষায় ডা. শোকরানা করোনা পজিটিভ হয়েছিলেন। এরপর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার তার মৃত্যু হয়। তার মৃত্যুতে বিএমএ চট্টগ্রাম শাখার পক্ষ থেকে শোক জানানো হয়েছে।  

কেএম/এফআর