জরুরি সেবার আওতাভুক্ত হলো ভাতা বিতরণ কার্যক্রম
করোনাভাইরাস মোকাবিলায় চলমান বিধিনিষেধের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভাতা বিতরণ কার্যক্রমকে জরুরি সেবার আওতাভুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) এ মন্ত্রণালয়ের সেবা ও ভাতা বিতরণ কার্যক্রমকে জরুরি সেবার আওতাভুক্তকরণ এবং বিধিনিষেধের মধ্যে এই কার্যক্রমে মাঠ প্রশাসনের সহযোগিতা করার অনুরোধ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে, গত ২৪ এপ্রিল এ বিষয়ে ব্যবস্থা নিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়, সার্বিক কার্যাবলী চলাচলে বিধিনিষেধকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রদত্ত সেবা (বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তিসমূহ জিটুপি পদ্ধতিতে সরাসরি উপকারভোগীদের নিকট পাঠানো ইত্যাদি) হিসাব খোলাসহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অব্যাহত রাখা প্রয়োজন। এমতাবস্থায় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রথমবার ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ দেওয়া দেওয়া হয়। পরে ১৪ এপ্রিল থেকে শুরু হয় আরও এক সপ্তাহের কঠোর। এটি বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়। সর্বশেষ ৫ মে পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিজ্ঞাপন
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সোমবার ঢাকা পোস্টকে বলেন, ভারতের সার্বিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। এটি আমাদের দেশেও ছড়িয়ে যেতে পারে। সেজন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ হলো, সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে যে অবস্থা আছে, সেটি আরও এক সপ্তাহ কন্টিনিউ করা। না হলে এটি আরও ভয়াবহ অবস্থা ধারণ করতে পারে। এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সেজন্য বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এসএইচআর/আরএইচ