রাজধানীর শ্যামপুরের পোস্তগোলার আইজি গেট এলাকায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মুরাদ হোসেন (৪০)। তিনি ওই এলাকার মৃত আশরাফ হোসেনের ছেলে। অভিযুক্তের নাম মাসুদ। তিনি মুরাদের ছোট ভাই।

ভাড়াটিয়া লিটন ঢাকা পোস্টকে বলেন, আমরা তাদের কাছ থেকে ফার্নিচার কারখানা ভাড়া নিয়েছি। নিহত মুরাদ ভবনের দ্বিতীয় তলায় পায়রা লালন-পালন করেন। দুপুরের দিকে মুরাদ দ্বিতীয় তলায় আসলে মাসুদ তাকে ছুরি দিয়ে আঘাত করে। মুরাদের চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে গেলে মাসুদ আমাদের ওপরও হামলার হুমকি দেয়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে পৌনে ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডের বিষয়ে আমরা কিছুই জানি না। বিষয়টি তাদের পরিবারকে জানিয়েছি। নিহতের মা হাসপাতালে আসবেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, শ্যামপুর এলাকার আইজি গেটে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।  মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসএএ/এসকেডি