রাজধানীর ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মানিকদী এলাকায় স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে স্ত্রী শাকিলা পারভিন (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় স্বামী রাইসুল ইসলাম সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ইফতার করার সময় ছোলায় লবণ কম-বেশি দেওয়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের চাচাতো ভাই সেলিম ঢাকা পোস্টকে বলেন, ২০১৯ সালে তারা বিয়ে করেছে। এরপর থেকেই নানাভাবে অত্যাচার করে সৌরভ। গতকাল ইফতারের সময় তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এসে দরজা লাগিয়ে শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন শাকিলা। দরজা ভেঙে তার মরদেহ স্বামী নিজেই নামান। পরে আব্বাস নামে এক প্রতিবেশী পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে গভীর রাতে। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, সৌরভের ঘর তল্লাশি করে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তাকে পুলিশ গ্রেফতার করেছে।

শাকিলা ও তার স্বামী বর্তমানে ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মানিকদীর ২২৭/২ নম্বর বাসার নিচতলায় বাস করতেন। তার বাড়ী টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বল্লী গ্রামে। তার বাবার নাম মোস্তাফিজুর রহমানের মেয়ে।

এ বিষয়ে জানতে চাইলে ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শ্যামল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, এক প্রতিবেশীর ফোন পেয়ে আমরা রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে যাই। এরপর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ রাতেই ঢামেক হাসপাতালের মর্গে পাঠাই। এ ঘটনায় নিহতের স্বামীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ জানান, ২০১২ সাল থেকে তাদের প্রেমের সম্পর্ক ছিল। এরপর তারা বিয়ে করেন ২০১৯ সালে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বিয়ের পর থেকে নানা কারণে তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত। গতকাল সন্ধ্যায় ইফতার করার সময় ইফতারিতে লবণ বেশি-কম দেওয়া নিয়ে দুজনের মাঝে ঝগড়া হয়। পরে আনুমানিক সাড়ে ৭টা থেকে ৮টার যে কোনো সময় দরজা লাগিয়ে শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে নিহতের স্বামী দরজা ভেঙে নিজেই লাশ নামান। 

লাশ নামানোর পরে পুলিশকে খবর না দিয়ে লাশ নিয়ে বসে থাকেন সৌরভ। পরে প্রতিবেশী পুলিশকে খবর দেন। মজার ঘটনা হলো, তার কাছ থেকে ২৫ পিস গোলাপি ও ২৮ পিস সবুজসহ মোট ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। আর স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এসএএ/আরএইচ