ধর্মের নামে তাণ্ডবলীলার নিন্দা জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ধর্মের নাম নিয়ে মিথ্যাচার করে একমাস আগে দেশে তাণ্ডবলীলা চালানো হয়েছিল। প্রকৃতপক্ষে তারা (হেফাজতে ইসলাম) ধর্মের নামে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পাঁয়তারা করেছিল। আমরা এর তীব্র নিন্দা জানাই।
বুধবার (২৮ এপ্রিল) রাজধানীর কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ফিরোজ-মাজিয়া মিলনায়তনে কল্যাণপুর গণহত্যা দিবস উপলক্ষে স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, এ দেশ স্বাধীন হয়েছে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে, বঙ্গবন্ধুর নেতৃত্বে। কিছু সংখ্যক লোক ভাষা আন্দোলনকে বলেছিল ইসলাম বিরোধী, ৫৪ সালে বলেছিল যুক্তফ্রন্টকে ভোট দিলে বউ তালাক হয়ে যাবে, ৭০ সালে মা-বোনদের ওপর অত্যাচার করে বলেছিল... তাদের প্রেতাত্মারা এদেশের সরল ধর্মপ্রাণ মুসলমান এবং একশ্রেণির আলেমদের বিভ্রান্ত করে একটা লঙ্কাকাণ্ড ঘটাতে চেয়েছিল।
তিনি বলেন, আল্লাহর রহমতে আজকে সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সেই ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন হচ্ছে। ৭১ এর পরাজিত শক্তি ভবিষ্যতেও পরাজিত হবে। সত্যের জয় হবেই। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা আরও ত্বরান্বিত হবে।
বিজ্ঞাপন
জায়গা দেওয়া হলে মিরপুরে শহীদদের স্মরণে স্মৃতিসৌধ তৈরি করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে থেকে সব ধরনের সহায়তা করা হবে বলেও জানান মন্ত্রী।
ফিরোজ- মাজিয়া ফাউন্ডেশনের সভাপতি আরিফ আহমেদ চৌধুরী সিআইপির সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তৃতা করেন মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি এসএম হানিফ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খাররুল উদ্দিন আহমেদ, শহিদ পরিবারের সন্তান আবু সাইদ, কাউন্সিলর মুরাদ হোসেন, সাবেক কাউন্সিলর একেএম দেলোয়ার হোসেন, কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান প্রমুখ।
এইউএ/আরএইচ