শেখ জামালের সমাধিতে মেয়র তাপসের শ্রদ্ধা
শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মেয়র শেখ ফজলে নূর তাপস
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে শহীদ শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (২৮ এপ্রিল) বিকেলে মেয়র ব্যারিস্টার শেখ তাপস শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
বিজ্ঞাপন
শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র তাপস শহীদ শেখ জামালের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত করেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের। এ সময় অন্যান্যের মধ্যে ডিএসসিসি মেয়রের প্রটোকল কর্মকর্তা মো. দাউদ হোসেন উপস্থিত ছিলেন।
এএসএস/আরএইচ
বিজ্ঞাপন