কালবৈশাখী ঝড়ের সঙ্গে রাজধানীতে স্বস্তির বৃষ্টি
বছরের সর্বোচ্চ তাপমাত্রা ও তীব্র দাবদাহে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা যেন পুড়ছিল। কয়েকদিন ধরে বৃষ্টি তো দূরের কথা মেঘের দেখাই মেলেনি। সপ্তাহখানেক উত্তপ্ত আবহাওয়া আর ভ্যাপসা গরমের পর বুধবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিতে ঢাকাবাসী যেন প্রাণ ফিরে পেল।
কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টির পরশে শান্তি ফিরেছে রাজধানীতে। শরীর জুড়াল কর্মব্যস্ত মানুষের। বুধবার রাত ১১টার দিকে ঢাকায় ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি শুরু হয়। ঢাকায় এ ঝড়ো হাওয়া শুরুর আগে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে দেশের বিভিন্ন অঞ্চলে। বিকেলের পর থেকে শুরু হওয়া দমকা ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি শুরু হয় রাজশাহী, নাটোর, রংপুর, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল অঞ্চলে। এরপর কালবৈশাখী ঝড়ের সাথে স্বস্তির বৃষ্টি ফিরে আসে ঢাকায়।
বিজ্ঞাপন
আবাহাওয়াবিদ আব্দুর রহমান ঢাকা পোস্টকে জানান, রাত ১১টার দিকে শুরু হওয়া ঢাকায় কালবৈশাখীর ঝড়ের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৬৪ কিলোমিটার। বৃষ্টির পরিমাণ ছিল ১ মি.লি. (রাত ১২ পর্যন্ত)। তবে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কালও বয়ে যেতে পারে।
এর আগে গত বুধবার (২১ এপ্রিল) রাতে ঢাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৮৩ কিলোমিটার গতিতে দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। এ সময়ে ৩ মিলি লিটার বৃষ্টিপাত হয়।
বিজ্ঞাপন
এরপর ঢাকায় বাড়তে শুরু করে তাপমাত্রা। গত ২৫ এপ্রিল ঢাকায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পরের দিন ২৬ এপ্রিল রেকর্ড হয় ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন এমনই উচ্চ তাপমাত্রা বয়ে যায় ঢাকায়। এছাড়া চলতি সপ্তাহে গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বুধবারের ভ্যাপসা গরম চরমে পৌঁছানোর পর স্বস্তির এমন বৃষ্টিতে রাজধানীবাসীর মনে প্রাণেও যেন শান্তি ফিরেছে। উত্তপ্ত আবহাওয়ায় কর্মজীবী মানুষদের নাভিশ্বাস উঠে গিয়েছিল।
বুধবার রাতের প্রথম ভাগে রংপুর, গাইবান্ধা জেলায় কালবৈশাখী ঝড় শুরু হয়। বগুড়া ও জামালপুর জেলায় এ কালবৈশাখী আঘাত হানে। এছাড়া বিকেল থেকে লালমনিরহাট, কুড়িগ্রামেও, কালবৈশাখী বয়ে যায়। পাশাপাশি ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হয়। এসব স্থানে কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৬০ কি.মি. গতিতে ঝড় বয়ে যেতে পারে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় বলা হয়েছে, সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমবে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
একে/ওএফ