করোনা ঠেকাতে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। ২৮ এপ্রিল মধ্যরাত থেকে ৫ মে পর্যন্ত চলা বিধিনিষেধে মাঠ প্রশাসনের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ৩৩ কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

বুধবার (২৮ এপ্রিল) এসব কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও মাঠ প্রশাসনের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য এসব কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হলো। তারা অফিসে উপস্থিত হয়ে এ দায়িত্ব পালন করবেন।

এর আগে চলমান বিধিনিষেধ ৫ মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে বুধবার দুপুরে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। 

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় কয়েকটি শর্ত সংযুক্ত করে ২৮ এপ্রিল মধ্যরাত থেকে ৫ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপের সময় বর্ধিত করা হলো।

গত সোমবার (২৬ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, ‘ভারতের সার্বিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। এটা আমাদের দেশেও ছড়িয়ে যেতে পারে। সেজন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ হলো, সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে যে অবস্থাটা আছে সেটি আরও এক সপ্তাহ কন্টিনিউ করা। না হলে এটা আরও ভয়াবহ অবস্থা ধারণ করতে পারে। সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সেজন্য বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

এসএইচআর/ওএফ