সাত সকালেই বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। সকাল ৭টার দিকে শুরু হওয়া বৃষ্টি চলে প্রায় সাড়ে ৮টা পর্যন্ত। এই সময়ে মোট ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, রাজধানীতে সকালে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ফলে আজ ঢাকার তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে।  পরবর্তী ৭২ ঘণ্টায় আবারও সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে এই বৃষ্টি হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টাঙ্গাইলে। গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চল জুড়ে সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এর আগে, আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির আভাস দেওয়া হয়। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।

এতে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরএইচটি/পিএইচ