বালু-পেঁয়াজের ট্রাকে যাচ্ছিল ফেনসিডিল-হেরোইনের চালান
জব্দ করা ফেনসিডিল
রাজধানীর মোহাম্মদপুর এবং আদাবর এলাকায় পৃথক অভিযান চালিয়ে বালু ও পেঁয়াজের ট্রাক থেকে যথাক্রমে ৭৩০ বোতল ফেনসিডিল ও ২৭৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, মাদকের একটি বড় চালান গাবতলী বেড়িবাঁধ রোড হয়ে মোহাম্মদপুর দিয়ে রাজধানীতে প্রবেশ করবে- এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল গতকাল বুধবার মধ্য রাতে বেড়িবাঁধ চার রাস্তার মোড় এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে তল্লাশিকালে আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য মো. ওয়াসিমকে (২৪) বালুর ট্রাকে লুকিয়ে আনা ৭৩০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে জড়িত। ট্রাক ড্রাইভারের ছদ্মবেশে তিনি ছিলেন একজন মাদক কারবারি। তিনি মূলত মাদকের চাহিদা অনুযায়ী পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চোরাইপথে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে এই মাদক কারবারি সবসময় নতুন নতুন পদ্ধতি অবলম্বন করতেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, অন্যদিকে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে র্যাব-২ এর আরও একটি আভিযানিক দল রাজধানীর আদাবর থানার বেড়িবাঁধ রোড এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য মো. আসমাউল হককে (২৪) ২৫ লাখ টাকা মূল্যের ২৭৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক বহন করে নিয়ে এসে তা রাজধানীর বিভিন্ন মাদক কারবারির কাছে হস্তান্তর করে। তাদের অন্যান্য সহযোগীরা অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে হেরোইন দেশে নিয়ে আসেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে হেরোইন পৌঁছানোর জন্য পণ্যবাহী গাড়ি ব্যবহারের কৌশল অবলম্বন করে থাকেন।
আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এমএসি/আরএইচ