মাস্ক না পরায় ৩০ জনকে জরিমানা
৩০ জনকে বিভিন্ন অংকের অর্থদণ্ড করেছেন র্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত
মাস্ক না পরে স্বাস্থ্যবিধি অমান্য করায় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ৩০ জনকে বিভিন্ন অংকের অর্থদণ্ড করেছেন র্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০২ ডিসেম্বর) বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা জেলা প্রশাসন ও র্যাব-১০ এর সম্মিলিত উদ্যোগে করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
অভিযান শেষে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র বসু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাস্ক পরিধান করে বাইরে বের হওয়ার বিষয়ে মন্ত্রিসভায় নির্দেশনা দেওয়া হয়েছিল। এজন্য আমরা অভিযান পরিচালনা করেছি।
বিজ্ঞাপন
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত বসানো হয় জানিয়ে তিনি বলেন, এ সময় ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরিধান করার অপরাধে ৩০ জনকে ২শ থেকে ৩শ টাকা করে অর্থদণ্ড দেন।
এছাড়া অভিযানে পথচারীদের মধ্যে ৬শ থেকে ৭শ মাস্ক বিতরণ করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সচেতনা বাড়াতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এ সময় হ্যান্ড স্যানিটাইজারও বিতরণ করা হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭১৩ জনে। একই সময়ে আরও ২ হাজার ১৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এমএ/জেডএস