চট্টগ্রাম নগরীর কাপ্তাই সড়কের মাথা এলাকায় বাস ও  সিএনজি অটোরিকশার সংঘর্ষে জিহাতুর ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে শিশুটির দাদি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি আছেন।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চমেকের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, রাঙ্গুনিয়া থেকে নগরীর দিকে আসার পথে কাপ্তাই রাস্তার মাথায় একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষে হয়। এতে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিহাতুর রহমান নামের শিশুকে মৃত ঘোষণা করেন। আর আহত দাদি লায়লা বেগমকে ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন।

নিহত জিহাতুর রাঙ্গুনিয়ার কোদালা চা-বাগান এলাকার আনোয়ার ইসলামের ছেলে। 

কেএম/এমএইচএস