বন্যা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে দেশের ৬৪টি জেলার ৪৯২টি উপজেলার প্রতিটিতে এক লাখ টাকা করে মোট ৪ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। 

সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিস থেকে এ অর্থ পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদফতর থেকে গত ২৯ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসারের কাছে চিঠি পাঠানো হয়েছে। 

চিঠিতে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। শর্তে বলা হয়- শিশু খাদ্য হিসেবে বিভিন্ন ধরনের খেজুর, বিস্কুট, সার্টিফাইড তেল, ব্রাউন চিনি, সুজি, মসুর ডাল, সাগু, সার্টিফাইড চাল, ওয়াটার পিউরিফাইড ট্যাবলেট, বাদাম ও মানসম্মত রেডিমেড খাদ্য স্থানীয়ভাবে ক্রয় করে বিতরণ করতে হবে। বরাদ্দ হওয়া অর্থ এছাড়া অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। 

চিঠিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এসব শর্ত যথাযথভাবে অনুসরণ করে এ অর্থে শিশু খাদ্য ক্রয় করে বিতরণ করবেন এবং নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করবেন। 

এসএইচআর/জেডএস