বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
আটকের প্রতীকী ছবি
রাজধানীর চকবাজার থানা এলাকা থেকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তার নাম মো. নিজাম উদ্দিন ওরফে জুয়েল (২৫)।
শনিবার (২ জানুয়ারি) দুপুরে র্যাব-১০ (সিপিসি-৩)-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, গত ১ জানুয়ারি মধ্যরাতে রাজধানীর চকবাজারের কামালবাগ এলাকায় দাদনের বাড়ির তৃতীয় তলা থেকে ধর্ষণের অভিযোগে জুয়েলকে আটক করা হয়। জুয়েল ভিকটিমের পূর্ব পরিচিত। তিনি ভিকটিমকে কাজ পাইয়ে দেওয়া এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ।
মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, গত ১৬ ডিসেম্বরে জুয়েল ভিকটিমকে ঢাকায় নিয়ে আসেন। পরে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। ১ জানুয়ারি অজ্ঞাত আরও দুই জনকে সঙ্গে নিয়ে তিনি ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন চলে আসে। পরে খবর দিলে র্যাব ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে। জুয়েলকে হাতেনাতে আটক করা হয়।
বিজ্ঞাপন
আটকের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
এমএসি/এইচকে