৪৪০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেফতার ৩
রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে ৪৪০ বোতল ফেনসিডিল জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতাররা হলেন, পাবনার বাসিন্দা মো. জালাল বয়াতী (৪২) ও মো. শামীম সেখ (২৪) এবং সিরাজগঞ্জের মো. আনোয়ার হোসেন (২৮)।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে রোববার (২ মে) র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীনা রাণী দাস জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৩ জানতে পারে মাদক কারবারি চক্রের সদস্যরা একটি পিকআপে করে ফেনসিডিলের চালান নিয়ে পাবনা থেকে ঢাকার গুলিস্তান অভিমুখে আসছেন।
ওই সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক দল শনিবার মধ্যরাতে পল্টন মোড় থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪৪০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতাররা দীর্ঘদিন যাবত এই মাদক কারবার চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
জেইউ/আরএইচ