রাজধানীর মোহাম্মদপুরের টাউনহলে বিহারি ক্যাম্পের পাশের একটি ভবনের ৫ তলার দেওয়াল ধসে এক মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর বাবা আজাদ (৩৫), মা শাহবানা (৩০) ও দাদি মেহেরুন্নসা (৭০) এ ঘটনায় আহত হয়েছেন।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা আজাদ ঢাকা পোস্টকে বলেন, দুপুরে আমার মা আমার ছেলেকে ঘুম পাড়িয়ে টিনশেডের ছোট্ট একটা রুমে ছিল। পাশের রুমে আমি আর আমার স্ত্রী ছিলাম। হঠাৎ ৫ তলার দেওয়াল ভেঙে নিচ তলায় আমাদের টিনের ওপর পড়ে। এতে টিনের চাল ভেঙে পড়লে আমরা আহত হই কিন্তু আমার ছেলের মাথায় ইটের আঘাতে ঘুমন্ত অবস্থায় সে মারা যায়। 

প্রত্যক্ষদর্শী শিশুর চাচা রবিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমরা সবাই জানি আগে দেওয়াল গাঁথুনি করে শুকানো হয়, তারপর প্লাস্টার করা হয়। কিন্তু তারা দেওয়াল না শুকিয়ে প্লাস্টার করা শুরু করে। এতে দেওয়ালটি ভেঙে পড়ে। আমার ভাতিজা মারা গেল, ভাই-ভাবি ও মা আহত হয়েছেন, আমরা মামলা করব।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পাঁচতলায় কাজ করার সময় দেওয়াল ধসে এক শিশু মারা গেছে এবং বাবা-মা ও দাদিসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে ভুক্তভোগীরা। ঘটনার পর থেকে তারা সবাই পলাতক রয়েছে। শিশুটির লাশ সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। 

এসএএ/এনএফ/জেএস