চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও সাত জন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩৫ জনে।

এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০৬ জন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ২৮০ জনে। সোমবার (৩ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৮টি ল্যাবে ৬৮৪টি নমুনা পরীক্ষায় ১০৬ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৮৭ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৯ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫০ হাজার ২৮০ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৪০ হাজার ২৯৯ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৯ হাজার ৯৮১ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৫৩৫ জনের। যার মধ্যে নগরীর ৩৯৬ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৩৯ জন।

কেএম/এসএসএইচ