মাস্ক না পরলে দোকান বন্ধ : মেয়র আতিকুল
কোনো দোকানে গিয়ে যদি দেখি কেউ মাস্ক পরেননি তাহলে সেই দোকান বন্ধ করে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
বুধবার (৫ মে) বিকেলে গুলশান নগরভবন থেকে অভিযান পরিচালনাকারী টিমের সদস্যদের নিয়ে আকস্মিক গুলশান-১ নম্বরে অবস্থিত গুলশান শপিং সেন্টারে এসে তিনি এ ঘোষণা দেন।
বিজ্ঞাপন
আতিকুল ইসলাম বলেন, দোকানে ক্রেতা বা বিক্রেতার কেউ যদি মাস্ক না পরে থাকে তাহলে স্পষ্ট করে বলছি সেই দোকান আমি বন্ধ করে দেব। আমি চাইনা ঈদের আগে কারও ব্যবসা বন্ধ হয়ে যাক। তাই স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পরে নিজেরা নিরাপদে থাকুন, পরিবারের অন্য সদস্যদের নিরাপদে রাখুন।
তিনি বলেন, আপনারা দেখেছেন অনেকেই আমাকে দেখে এখানে মাস্ক পরেছে। আজ আমরা বিভিন্ন জায়গায় যাব বলে অনেকেই তার দোকান বন্ধ রেখেছেন। আমরা যেকোনো সময় যেকোনো জায়গায় অভিযান পরিচালনা করব। আমি যদি সুরক্ষিত থাকি, আমার পরিবার সুরক্ষিত থাকবে। পরিবার সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে।
বিজ্ঞাপন
মেয়র আতিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীরা দোকান খোলার আগে বলেছিল যে, স্বাস্থ্যবিধি মানার বিষয়টি তারা নিশ্চিত করবেন। কিন্তু বাস্তবে সেটি হচ্ছে না। আমি আজ পরিদর্শনে আসব দেখে অনেকেই মাস্ক পরছেন, কিন্তু এটা শুধু আমাকে দেখে করলে হবে না। অনেক রেস্টুরেন্ট ও হোটেলে ইফতার পার্টি হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। অনেকেই আমার কাছে অনুরোধ করছেন আমরা যেন এগুলো হতে দেই। কিন্তু এগুলো হতে দেব না। সরকার যেখানে নিষেধ করেছে, সেখানে এগুলো হয় কী করে?
মেয়র আরও বলেন, আমি আবারও হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। কোথাও এমন অনিয়ম হলে, স্বাস্থ্যবিধি পালন না হলে সেই মার্কেট কিন্তু আমরা বন্ধ করে দেব। আমরা চাই না যে, ঈদের আগে কারও দোকান বন্ধ হউক। তবে নিয়ম না মানলে আমাদের তা করতে হবে।
এর আগে মার্কেট, শপিংমল ও বিপনিবিতানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা সরেজমিন পরিদর্শনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ে অভিযানে নামেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
মেয়র গুলশান শপিং সেন্টারের এম এম ট্রেডিং সেন্টারের সামনে এলে দেখতে পান একজন ক্রেতা সেখানে মাস্ক না পরে দোকানে অবস্থান করছেন। এসময় তাৎক্ষণিক তিনি ম্যাজিস্ট্রেটকে ব্যবস্থা নিতে বলেন। ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে পাঁচশ টাকা জরিমানা করেন এবং দোকানটি সাময়িক বন্ধ করে দেন। পরে একই কারণে একইভাবে গুলশান হার্ডওয়ারও সাময়িক বন্ধ করে দেওয়া হয়।
এএসএস/জেডএস