কেনাকাঁটায় সাহায্য করছেন ব্লাড কানেকশনের স্বেচ্ছাসেবীরা

রাজধানীর ছিন্নমূল ও পিছিয়ে পড়া ৩০টি পরিবারকে ইচ্ছেমতো ইফতার ও ঈদ বাজার করার সুযোগ দিয়েছে ব্লাড কানেকশন নামে একটি সংগঠন। 

বুধবার (৫ মে) রাজধানীর গুলশান-১ এর স্বপ্ন সুপারশপে তাদের এ সুযোগ দেওয়া হয়। এসময় প্রতিটি পরিবার থেকে একজন করে সদস্য স্বাস্থ্যবিধি মেনে নিজের পরিবারের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেন। তাদের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত ছিলেন ব্লাড কানেকশনের স্বেচ্ছাসেবীরা।

ব্লাড কানেকশনের সভাপতি কামরুল হাসান বলেন, অসহায়, চলমান মহামারি পরিস্থিতির মধ্যে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য ঈদের আনন্দ বয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা উৎসবকে শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ করে রাখার পক্ষে নই। একটি সুন্দর আগামী গড়ে তুলতেই আমাদের এ ছোট্ট প্রয়াস।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্লাড কানেকশনের ভাইস প্রেসিডেন্ট কাউসার আহমেদ, জেনারেল সেক্রেটারি আ ন ম আবরার, জয়েন্ট সেক্রেটারি জাবেদ আহমেদ, অর্গানাইজিং সেক্রেটারি তাউসীফ আহমেদ, ফটোগ্রাফার সাইফুল ইসলাম, এক্সিকিউটিভ মেম্বার সাইফুল খান, তাওহীদ মেহেদীসহ সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।

ব্লাড কানেকশন স্বেচ্ছায় রক্তদাতাদের একটি অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম। বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা এক লাখেরও বেশি। তাদের নিরলস প্রচেষ্টার ফলে প্রতিদিন ৪০-৫০ ব্যাগ রক্ত রোগীদের কাছে বিনামূল্যে পৌঁছে যাচ্ছে।

সংগঠনটি প্লাজমা ব্যাংক, অক্সিজেন ব্যাংক, ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, পথশিশুদের ঈদ পোশাক বিতরণ, এতিমদের নিয়ে ইফতার, দুর্গতদের ত্রাণসামগ্রী বিতরণ, ৩৯টি এতিম পরিবারের দায়িত্বসহ আরও অনেক উদ্যোগ নিয়েছে।

এনএম/আরএইচ