জাতীয় সংসদ ভবনে কালো পতাকা ও তলোয়ার হাতে জঙ্গি হামলার পরিকল্পনা করার দায়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। তবে প্রাথমিকভাবে গ্রেফতার জঙ্গির পরিচয় জানায়নি পুলিশ।

অন্যদিকে এই হামলার পরিকল্পনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে উগ্রবাদী বক্তা আলী হাসান ওসামাকেও গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৬ মে) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, কালো পতাকা এবং তলোয়ার হাতে জাতীয় সংসদ ভবনে সন্ত্রাসী হামলা পরিকল্পনায় জড়িত আনসার আল ইসলামের এক সদস্যকে গতকাল (বুধবার) শেরে বাংলা নগর থেকে সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। এছাড়া এই হামলার পরিকল্পনায় প্ররোচনায় দেওয়ার অভিযোগে উগ্রবাদী বক্তা আলী হাসান ওসামাকে রাজবাড়ি জেলা থেকে বুধবার দেড়টায় গ্রেফতার করা হয়েছে।

এমএসি/এমএইচএস