চট্টগ্রাম মহানগরীর বাদামতলী এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে দিদারুল আলম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মে) সকাল নয়টার দিকে এলাকার মুকুল মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দিদারুল আলম নামের ওই ব্যক্তি মুকুল মাস্টারের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সময় ভবনের তিন তলা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিদারুল মিরসরাই উপজেলার বাসিন্দা। তিনি সীতাকুণ্ড উপজেলার কালু শাহ মাজার এলাকায় বসবাস করতেন।

কেএম/এমএইচএস