চকবাজারে ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
ঢামেকের মর্গ
রাজধানীর চকবাজার থানার বেগম বাজার এলাকার একটি ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মে) রাত সাড়ে দশটার দিকে চকবাজার থানা পুলিশ খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়।
বিজ্ঞাপন
চকবাজার থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) কবির হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পাই যে, ৫৩ নম্বর বেগম বাজারের পুরাতন জেলখানা রোড এলাকার একটি ডাস্টবিনের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় একটি কন্যা সন্তানের মরদেহ রয়েছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি আনুমানিক একদিনের কন্যা নবজাতকের মরদেহ কাপড়ে মোড়ানো। পরে মরদেহটি উদ্ধার করে রাত সাড়ে এগারোটার দিকে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠাই।
কে বা কারা ওই নবজাতকটিকে সবার চোখের আড়ালে ফেলে গেছে-তা জানার চেষ্টা করছে পুলিশ। আশপাশের সিসিটিভি দেখা হচ্ছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
এসএএ/আরএইচ