ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান চালিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন। অভিযানে এক হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। 

শুক্রবার (৭ মে)  রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

এ বিষয়ে ঢাকা পোস্টকে তিনি বলেন, হালদায় মা মাছের ডিম ছাড়ার মৌসুম চলছে। মা মাছ ডিম ছাড়তে হালদায় বিচরণ শুরু করেছে। দিনে জাল বসানোর তৎপরতা কমেছে। তাই উপজেলা প্রশাসন রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। আজ (শুক্রবার) দিবাগত রাতে হালদা নদীর সাত্তারঘাট থেকে আজিমের ঘাট পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আনসার ও আইডিএফ সদস্যরা অভিযানে সহায়তা করেন।

কেএম/আরএইচ