যাত্রী পরিবহনের আড়ালে ফেনসিডিলের কারবার
রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ২৮৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শুক্রবার (৭ মে) গভীর রাতে রাজধানীর নিউমার্কেট থানাধীন মিরপুর রোডের বলাকা শপিং কমপ্লেক্স এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন : আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য মো. সবুজ মিয়া (৪০) মো. কামরুজ্জামান (৩৭) ও মো. আজিমুল (৩৭)।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, মাদকের একটি বড় চালান গাবতলী মিরপুর রোড হয়ে রাজধানীতে প্রবেশ করবে এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর এক দল শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর নিউমার্কেট থানাধীন মিরপুর রোডের বলাকা শপিং কমপ্লেক্স এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীরা জানায়, প্রাইভেটকারে যাত্রী পরিবহনের আড়ালে তারা মাদক ঢাকায় নিয়ে আসত। এ সময় তারা প্রাইভেটকারে লুকিয়ে আনা মাদকের কথা স্বীকার করে এবং তল্লাশিকালে প্রাইভেটকারের পেছনের বক্স থেকে ২৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীরা আরও জানায়, তারা দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক বহন করে ঢাকায় এনে বিভিন্ন মাদক কারবারিদের কাছে হস্তান্তর করে। তাদের অন্য সহযোগীরা চোরাচালানের মাধ্যমে মাদক দেশে নিয়ে আসে এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে মাদক পৌঁছানোর জন্য প্রাইভেটকার ব্যবহারের কৌশল অবলম্বন করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ ইমারত হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ।
কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, কদমতলী থানার দক্ষিণ মাতুয়াইল আইসিএমএইচের বিপরীতে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজাসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ বিরাণী হাউজের সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ ইমারতকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ইমারত কুমিল্লা থেকে গাঁজা ক্রয় করে রাজধানীর মাতুয়াইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/এসকেডি