১৫০ পরিবারকে পরিসংখ্যান ক্যাডার অ্যাসোসিয়েশনের খাদ্য সহায়তা
গরিবদের মাঝে বিসিএস (পরিসংখ্যান) ক্যাডার অ্যাসোসিয়েশনের খাদ্য সহায়তা
চলমান করোনা পরিস্থিতি ও ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর আগারগাঁও, তালতলা, শ্যামলী ও মোহাম্মদপুর এলাকার দুস্থ-গরিবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিসিএস (পরিসংখ্যান) ক্যাডার অ্যাসোসিয়েশন।
শনিবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। সংগঠনের নেতৃবৃন্দ জানায়, রিকশাচালক, ভ্যানচালক ও ভাসমান এবং ছিন্নমূল মানুষজনকে এ সাহায্য করা হয়েছে। এছাড়া, বিবিএস সদরদফতরের পরিচ্ছন্নতাকর্মীরা, লিফটকর্মী, মালিসহ আরও কয়েকজনকে খাদ্য সামগ্রী প্রদানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। প্রায় ১৫০টি পরিবারকে চাল পাঁচ কেজি, ডাল দুই কেজি, সয়াবিন তেল এক লিটার, সেমাই দুই প্যাকেট ও চিনি এক কেজি করে সাহায্য দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিসিএস (পরিসংখ্যান) ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করেছি প্রান্তিক জনগোষ্ঠীকে সাহায্য করার। বিসিএস (পরিসংখ্যান) ক্যাডার অ্যাসোসিয়েশন আগামীতেও দেশের যেকোনো দুর্যোগের পরিস্থিতিতে দরিদ্র জনগোষ্ঠীদের সাহায্য অব্যাহত রাখবে।
খাদ্য-সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিবিএসের উপমহাপরিচালক ঘোষ সুবব্রত, সাধারণ সম্পাদক ও উপপরিচালক মহিউদ্দিন আহমেদ, উপসচিব ড. দিপংকর রায়, সহ-সভাপতি আমজাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, মো. আরিফ হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক নয়ন কান্তি রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা বিষয়ক সম্পাদক আকলিমা খাতুন, দফতর ও আইন বিষয়ক সম্পাদক স্বপন কুমার, কার্যনির্বাহী সদস্য জাহিদ হোসেন, প্রণব পাল, নাঈমা রহমান-সহ অন্যান্য কর্মকর্তারা।
বিজ্ঞাপন
এসআর/এফআর